আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ফিরহাদ পরিদর্শন করলেন সাউথ সিটি বিজনেস পার্ক সেফহোম

Published on: July 13, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 রিয়া ঘোষ:কলকাতা -সাউথ সিটি বিজনেস পার্ক হচ্ছে সেফ হোমসেইসঙ্গে বাল্টিকুরির একটি বাড়িতে সেফ হোম হিসাবে গড়ে তোলা হচ্ছেকলকাতা পুরসভা এবং রাজ্য স্বাস্থ্য দফতর যৌথ ভাবে এই সেফ হোম ব্যাবস্থাপনায় থাকছে। 

যে সব করোনা আক্রান্তের শরীরে কোন রকম উপস্বর্গ দেখা যাচ্ছে না সেই সব করোনা আক্রান্তের জন্য এই সেফ হোমের ব্যাবস্থাএখানে রেখেই তাঁদের চিকিৎসা হবেআনন্দপুরে সাউথসিটি বিজনেস পার্কে থাকছে ৪০০ বেডের ব্যাবস্থাআরও প্রায় ৬০০ বেডের ব্যাবস্থা করা হবে। 

সোমবার এই সেফ হোম পরিদর্শন করেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম, এই বোর্ডের সদস্য অতীন ঘোষ, ডাঃ শান্তনু সেন সহ পুরসভার আধিকারিকরাফিরহাদ হাকিম বলেন, আপাতত দুটো সেফ হোমের ব্যাবস্থা করা হচ্ছেপ্রয়োজনে আরও বাড়ানো হবেপুরসভার উদ্যোগে নিউটাউন ও বড়বাজারে দুটো কোয়ারান্টাইন সেন্টার গড়ে তোলা হয়েছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম

Join Telegram

Join Now