বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

প্রার্থী ঘোষণার আগেই প্রার্থীর নামে দেয়াল লিখন করে অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস

Published on: February 23, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

২০২১ এর বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার এখনো বাকি বেশ কয়েকদিন। এছাড়াও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণার প্রক্রিয়াও এখনো পর্যন্ত শুরু হয়নি।তারই মধ্যে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে প্রার্থীর নামে দেওয়াল লিখন করে রীতিমতো সমালোচনার শীর্ষে উঠে এলো নদীয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের মহিশুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীরা। যার ফলে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার সকালে মহিশুরা এলাকায় বিভিন্ন দেয়ালে দেখা যায় নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহার নামাঙ্কিত  দেওয়াল লিখন। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পুন্ডরীকাক্ষ সাহা কে জোড়া ফুলে ভোট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যা রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে নবদ্বীপের স্থানীয় তৃণমূল নেতৃত্ব কে।

এই দেয়াল লিখন কে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে জানতে গেলে সম্পূর্ণ দেয়াল লিখনের ঘটনাটি তৃণমূল কর্মীদের আবেগের বহিঃপ্রকাশ বলে কার্যত দায়িত্ব এড়িয়ে গিয়েছেন মহিশুরা গ্রাম পঞ্চায়েত প্রধান আকমল শেখ। পাশাপাশি নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে নিজেদের পায়ের তলায় মাটি হারিয়ে যাওয়ার  জন্য শুধুমাত্র ভোটের হাওয়া তৈরি করার উদ্দেশ্যেই অগ্রিম দেয়াল লিখন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল বলে অভিযোগ করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত কনভেনার কমল রায়।এছাড়াও তৃণমূলকে উৎশৃংখল দল বলে কটাক্ষ করেন তিনি। সম্পূর্ণ বিষয়টি জানাজানি হতেই মহিশুরা অঞ্চলের স্থানীয় তৃণমূল নেতৃত্ব কে  অবিলম্বে দেয়াল লিখনগুলি মুছে দেওয়ার কথা বলা হয়েছে বলে এই প্রসঙ্গে এইদিন জানান নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা।

Join Telegram

Join Now