প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন আমাদের দেশে আর লকডাউনের প্রয়োজন নেই, বদলে করোনা কার্ফু জারি

 INTERNET: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশেই লণ্ডভণ্ড অবস্থা। ভ্যাকসিন সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। লকডাউন হবে কি হবে না তা নিয়ে উদ্বেগ ছিলই। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, আমাদের দেশে আর লকডাউনের প্রয়োজন নেই। দিল্লি, মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে নাইট কার্ফু জারি হয়েছে। এদিন প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বলেছেন নাইট কার্ফুর বদলে করোনা কার্ফু জারি করা যেতে পারে। করোনা কার্ফু মানে কী? এ ব্যাপারে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, রাত্রি নটা বা দশটা থেকে ভোর পাঁচটা বা ছ’টা পর্যন্ত কার্ফু জারি করা যেতে পারে। তবে তার পোশাকি নাম হবে করোনা কার্ফু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *