পৌরসভার নতুন নামকরণ “অনাথ আশ্রম”
রানা চ্যাটার্জী : বালুরঘাট
দীর্ঘ 453 দিন ধরে বালুরঘাট মিউনিসিপালিটি তে কোন কাউন্সিলর নেই। প্রশাসকের মাধ্যমে চলছে পৌরসভা তাই বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বালুরঘাটের নাগরিকরা সুষ্ঠ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তাই আজ বালুরঘাট টাউন বিজেপির পক্ষ থেকে ঢাক-ঢোল সহযোগে বালুরঘাট পৌরসভার সামনে একটি অভিনব বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিজেপির সদস্যরা ঢাকঢোল বাজিয়ে যেমন বিক্ষোভ প্রদর্শন করে তেমনি ফটকা ফাটিয়ে এবং বেলুন সাজিয়ে দেয় পৌরসভার সামনে। এবং ফেস্টুন টাঙ্গিয়ে বালুরঘাট পৌরসভার নতুন নামকরণ করে “অনাথ আশ্রম”।
বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সুমন বর্মন ফিতেও কাটেন। এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তারা আজ নতুন এই অনাথ আশ্রম শুভসূচনা করলেন। বিজেপির এই অভিনব বিক্ষোভ কর্মসূচি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় বালুরঘাট পৌরসভার সামনে।