আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

নিষিদ্ধ করা হল হজে (Hajj) বিদেশিদের প্রবেশ

Published on: June 12, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET:-গোটা বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে মহামারী। ফলে করোনা পরিস্থিতিতে এবারও নিষিদ্ধ করা হল হজে (Hajj) বিদেশিদের প্রবেশ। সৌদি আরবের তরফে এমনই জানানো হয়েছে।রিপোর্টে প্রকাশ, সৌদি আরবে (Saudi Arabia) বসবাসকারী মুসলিমরাই এবার একমাত্র হজে অংশ নিতে পারবেন। কোভিডের জেরে এবারও নিষিদ্ধ করা হয়েছে সে দেশে বিদেশিদের প্রবেশ। এ বছর শুধুমাত্র দেশের ৬০ হাজার মানুষই হজে থাকবেন। বাইরের কাউকে সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না করোনাকালে।

প্রসঙ্গত, গত বছরও হজ যাত্রায় অংশ নিতে পারেননি কোনও বিদেশি। সৌদি আরবের মানুষই হজ করতে যান। কোভিডের (COVID 19) দ্বিতীয় ঢেউয়ের জেরে এবারও সেই একই নিয়ম বহাল রাখল সৌদি আরব। জানানো হয়েছে, দেশের মানুষ শুধুমাত্র হজে অংশ নিলেও, যাঁদের ভ্যাকসিন নেওয়া, তাঁরাই একমাত্র হাজির হতে পারবেন। পাশাপাশি ৬৫ বছরের নীচে যাঁদের বয়স, তাঁদেরই অনুমোদন দেওয়া হচ্ছে।

Join Telegram

Join Now