নাবালিকার যৌন হেনস্থায় পুলিসের নিরবতার অভিযোগে ঘেরাও হলদিয়া মহিলা থানা
হলদিয়া — পুলিশের নীরবতার বিরুদ্ধে হাতে ব্যানার নিয়ে হলদিয়ার মহিলা থানা ঘেরাও করল হলদিয়ার মহিলা বাহিনী।
হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় এক নাবালিকার যৌন হেনস্থার পর পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী । হেনস্তার পর ধর্ষিতার বাড়ি ভাঙচুর , ভয় দেখানো ও মারধর করার কথা পুলিশকে জানানো হলেও পুলিশ নিরব । কিছুদিন আগে এই ঘটনায় অভিযুক্ত সঞ্জীব দাস (৫২)কে পুলিশ গ্রেফতার করে আদালতে তোলে। অভিযোগ,সঞ্জীব দাস এর পরিবার ও ছেলেরা ধর্ষিতার বাড়িতে গিয়ে চড়াও হয় । থানায় অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেয় । এমনটি অভিযোগ করে হলদিয়ার মহিলা থানায় ধর্ষিতার পরিবার । অভিযোগ , দুর্গাচকে থানায় অভিযোগ জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি , বরং পুলিস তাদের সাদা কাগজে সই করে দেওয়ার কথা বলে । তাই আজ দুপুরে একদল মহিলা বাহিনী নারীদের সুরক্ষা নিয়ে সোচ্চার হয় ও হলদিয়া মহিলা থানা ঘেরাও করে । হলদিয়া মহিলা থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে । পরে হলদিয়ার মহিলা থানা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ থেমে যায় ।