দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

রাজ্যজুড়ে আগামী দিনে প্রায় দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে। এবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনে শুরু হল ষষ্ঠ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন।

রাজ্যজুড়ে আগামী দিনে প্রায় দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে। এবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনে শুরু হল ষষ্ঠ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চলছে এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এদিন সকাল সোয়া ১১টা নাগাদ পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বেলা ১২টায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ব্রিটেন, আমেরিকা, কেনিয়া, বাংলাদেশ সহ ৪২ দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন এই সম্মেলনে। এই সম্মেলনে হাজির ছিলেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। বাংলার কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলার ভূয়সী প্রশংসা করেন গৌতম আদানি।

 

এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যেখানে ভারতে ৪০ শতাংশ মানুষ কাজ হারিয়েছে। বাংলা সেখানে ৪০ শতাংশ বেকারত্ব হ্রাস করেছে। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা একসঙ্গে থাকি। বাংলায় যে থাকে সেই আমাদের পরিবারের সদস্য। আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে বাংলায়।” শিল্পে বাংলাকে এক নম্বর করে তোলাই লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।

 

এদিন মুখ্যমন্ত্রী আরোও বলেন, “আমার পরবর্তী লক্ষ্য শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান। করোনাকালে প্রথম রাজ্য হিসেবে বাণিজ্য সম্মেলন করেছে বাংলা। প্রথম বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল। ৮ স্তম্ভের উপর রাজ্যের উন্নয়ন দাঁড়িয়ে আছে। পরিকাঠামো, স্কুল শিক্ষা, সামাজিক উন্নয়ন প্রকল্প, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ২ কোটি মহিলা মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন। হেলথ কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে। আড়াই কোটি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে। কন্যাশ্রী প্রকল্প ইউনেস্কো থেকে প্রশংসিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে প্রকল্প আছে।” একইসঙ্গে কর্মদিবস রক্ষা নিয়ে রাজ্য সরকার জোর দেয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *