তৃণমূল নেতা কাউন্সিলর দের বয়কটের ডাক দিলীপ ঘোষ এর
প্রলয় সামন্ত :খড়্গপুর :-তৃণমূল সরকার থেকে ওয়ার্ড গুলো সেনেটাইজ না করায় ময়দানে নামলেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।শুক্রবার খড়গপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে সাত সকালে তাঁর উপস্থিতিতে করা হয় সেনেটাইজ।এলাকার বহু মানুষের সাথে দেখা করেন দিলীপ ঘোষ।সোশ্যাল ডিস্টেন্স ও মুখে মাস্ক ব্যবহার লক্ষ্য করা যায়। দিলীপ ঘোষ তৃণমূল নেতা কাউন্সিলর দের বয়কটের ডাক দিলেন দিলীপ ঘোষ।
এর পর দিলীপ ঘোষ আনন্দ বার্তার প্রতিনিধি কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন :-আপনারা জানেন খড়গপুর এখন করোনার হাফ হয়ে গেছে।এখানকার যারা টিএমসির নেতা তারাই ছড়িয়েছে।এখানকার ভাইস চেয়ারম্যান যারা নিজামুদ্দিন থেকে এসেছিল এবং সারা দেশে ছড়িয়েছে করোনা তাদের নিয়ে সাত দিন ধরে ঘুরছে।চেয়ারম্যান নিজে সব জায়গায় গেছে।এখানকার পুলিশ অফিসাররা তাদের সাথে বসে খেয়েছে।তাই তৃণমূল কাউন্সিলর ও নেতাদের বয়কট করুন।