তারকেশ্বর মন্দিরের প্রবেশ পথে পুলিশি গাডওয়াল সরানোর দাবিতে বিক্ষোভ মন্দির পথে প্রবেশকারী ব্যবসায়ী দের
নিজস্ব সংবাদদাতা :করোনার জেরে প্রায় পাঁচ মাস বন্ধ তারকেশ্বর মন্দির।পাঁচ মাস ধরে আয় বন্ধ মন্দির সলগ্ন কয়েকশো ব্যবসায়ীর।মূলত শ্রাবন মাসের মেলায় সারা বছরের বড় একটা অংশ আয় করে থাকেন মন্দির সংলগ্ন ব্যবসায়ীরা।গাজন মেলা এবং শ্রাবনী মেলা বন্ধ থাকার ফলে সেই আয়ও বন্ধ হয়েছে এ বছর।শ্রাবন মাস শেষে,তাই মন্দিরে ভক্ত সমাগম খুব একটা হবে না এবার স্বাভাবিক হোক তারকেশ্বরের জন জীবন দাবি ব্যবসায়ী থেকে মন্দির কমিটির ।
মন্দির না খোলা হলেও ভক্তদের প্রবেশের অনুমতি দিক প্রশাসন।কিছুটা হলেও আয়ের পথ খুলবে বলে দাবি মন্দিরের প্রবেশ পথ এর ব্যবসায়ী দের।এই দাবিতে এদিন পুলিশি গাডওয়াল সরানো এবং যাত্রী দের প্রবেশে নিষেধাজ্ঞা তুলতে মন্দির সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান বেশ কয়েক জন মন্দিরের প্রবেশ পথ এর ব্যবসায়ী এবং পথ প্রবেশকারীরা ।তাদের দাবি মন্দির বন্ধ থাকলেও ভক্ত প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক মন্দির সংলগ্ন এলকায়।খবর পেয়ে ঘটনা স্থুলে যায় তারকেশ্বর থানার পুলিশ এবং তারকেশ্বর পৌর প্রসাশক শ্বপন সামন্ত।সমস্ত দিক আলোচনা করে তাদের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ প্রশাসন।