আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

তারকেশ্বর মন্দিরের প্রবেশ পথে পুলিশি গাডওয়াল সরানোর দাবিতে বিক্ষোভ মন্দির পথে প্রবেশকারী ব্যবসায়ী দের

Published on: August 18, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 নিজস্ব সংবাদদাতা :করোনার জেরে প্রায় পাঁচ মাস বন্ধ তারকেশ্বর মন্দিরপাঁচ মাস ধরে আয় বন্ধ মন্দির সলগ্ন কয়েকশো ব্যবসায়ীরমূলত শ্রাবন মাসের মেলায় সারা বছরের বড় একটা অংশ আয় করে থাকেন মন্দির সংলগ্ন ব্যবসায়ীরাগাজন মেলা এবং শ্রাবনী মেলা বন্ধ থাকার ফলে সেই আয়ও বন্ধ হয়েছে এ বছরশ্রাবন মাস শেষে,তাই মন্দিরে ভক্ত সমাগম খুব একটা হবে না এবার স্বাভাবিক হোক তারকেশ্বরের জন জীবন দাবি ব্যবসায়ী থেকে মন্দির কমিটির 

মন্দির না খোলা হলেও ভক্তদের প্রবেশের অনুমতি দিক প্রশাসনকিছুটা হলেও আয়ের পথ খুলবে বলে দাবি মন্দিরের প্রবেশ পথ এর ব্যবসায়ী দেরএই দাবিতে এদিন পুলিশি গাডওয়াল সরানো এবং যাত্রী দের প্রবেশে নিষেধাজ্ঞা তুলতে মন্দির সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান বেশ কয়েক জন মন্দিরের প্রবেশ পথ এর ব্যবসায়ী এবং পথ প্রবেশকারীরা তাদের দাবি মন্দির বন্ধ থাকলেও ভক্ত প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক মন্দির সংলগ্ন এলকায়খবর পেয়ে ঘটনা স্থুলে যায় তারকেশ্বর থানার পুলিশ এবং তারকেশ্বর পৌর প্রসাশক শ্বপন সামন্তসমস্ত দিক আলোচনা করে তাদের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ প্রশাসন

Join Telegram

Join Now