ডাম্পারের ধাক্কায় মৃত ছাত্রী
এগরাঃ ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রীর। জানা গেছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা- কুদি সড়কে। মৃত ওই ছাত্রীর নাম দীপশিখা ওঝা(১৮)। আজ বিকেল নাগাদ ওই ছাত্রী পিসির বাড়ি থেকে নিজের বাড়ি পটাশপুরের উদ্দেশ্যে বাইকে করে যাচ্ছিল। এমন সময় হঠাৎ একটা ডাম্পার এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে রাস্তার উপর দাঁড়িয়ে পথ অবরোধে শামিল হন স্থানীয় মানুষজনেরা। পরে স্থানীয় এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।