চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে, পুলিশের জালে গ্রেফতার অলক মাইতি।সরকারি বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ময়না থানার আড়ংকিয়ারানার কাপড় ব্যবসায়ী অলোক মাইতি। গতকাল ময়না আরং কিয়ারানা গ্রামের নিজের বাড়ি থেকে ময়না থানার পুলিশ গ্রেপ্তার করে অলোক মাইতিকে। আজ ধৃত অলক মাইতি কে তমলুক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক জামিন নাকচ করেন এবং 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা অলক মাইতি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দেয়নি, এরকম লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি ময়না থানায়। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ময়না থানার পুলিশ অলক মাইতিকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তমলুকে চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক দেবাশীষ চৌধুরী আসামি অলক মাইতির জামিন নাকচ করেন এবং 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।