গঙ্গায় ভেসে আসা দেহগুলি কোভিড রোগীদের মৃতদেহ বলেই স্বীকার
INTERNET:-কিছুদিন আগেই মর্মান্তিক কিছু ছবি উঠে আসছিল দেশের বেশ কিছু রাজ্য থেকে। উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যে গঙ্গার পাড়ে জমা হচ্ছিল শয়ে শয়ে মৃতদেহ। পচা গলা মৃতদেহ। স্থানীয় বাসিন্দাদের মতে, সে সব মৃতদেহগুলি করোনা আক্রান্ত রোগীর। বিহার প্রশাসন দাবি করেছিল, এই মৃতদেহগুলি উত্তর প্রদেশ থেকে ভেসে এসেছে। কোভিড রোগীর মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে এ কথা কোনও মতে মেনে নেয়নি যোগী সরকার। তবে শেষ পর্যন্ত স্বীকার করেছে যোগী সরকার। গঙ্গায় ভেসে আসা দেহগুলি কোভিড রোগীদের মৃতদেহ বলেই স্বীকার করেছে সে রাজ্যের প্রশাসন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি যোগী আদিত্যনাথের রাজ্য।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তর প্রদেশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক মনোজ কুমার সিং বলেছেন, “করোনায় মৃত বেশ কিছু ব্যক্তির দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়।” তিনি আরও জানিয়েছেন, ‘সংক্রমণের ভয়ে অনেক ব্যক্তি তাঁদের পরিবারের মৃতদেহ হাসপাতালে কিংবা রাস্তাতেই ফেলে রেখে চলে গিয়েছেন।’ মনোজ কুমার জানিয়েছেন, গাজিপুরের কাছে গঙ্গায় ফেলে দেওয়া কয়েকটি দেহের কোভিড রিপোর্ট এখনও আসেনি। দেহগুলিতে পচন ধরে যাওয়ায়, সেগুলি আদৌ করোনা আক্রান্ত ছিল কিনা, তাও বুঝে ওঠা মুশিকল হয়ে পড়ছে।
জানা গিয়েছে, গত ১৪ মে এই বিষয়টি লিখিত আকারে জেলা প্রশাসকদের জানিয়েছেন ওই আধিকারিক। ইতিমধ্যেই বিহার, উত্তর প্রদেশে থেকে মৃতদেহ পশ্চিমবঙ্গে ভেসে আসতে পারে, এই আশঙ্কা করে তত্পর বাংলার প্রশাসন। মালদহের গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়েছে নজরদারি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন।