খেজুরি জলমগ্ন এলাকায় পরিদর্শন করলেন শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিনিধি -( পূর্ব মেদিনীপুর) ইয়াস ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে খেজুরি বিধানসভায় জলমগ্ন এলাকায় পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এলাকায় বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী, বস্ত্র ও এিপল তুলে দেন। রাজ্যের বিরোধী দলনেতা সঙ্গে ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ” আগামী দিনে তিনি এলাকায় বাসিন্দাদের পাশে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন সব দেখে গিয়েছেন।রাজ্যকে অর্থ সাহায্য দিয়েছেন। ঝড় আসার আগেই চারশো চার কোটি টাকা রাজ্যকে দিয়েছেন। রাজ্য সরকারকে আম্ফানের মতো মাঝ রাস্তার টাকা থেকে যাবে সেটা আমি জানি। আপনারা বিডিও অফিসে ড্রপবক্স করেছে। ড্রপবক্স ফেলার পরে ক্ষতিপূরণ না দিয়ে বলবে, তোমারা আবেদন করোনি। প্রমান হিসাবে একটি ইমেল করবেন। আগামীদিনে আরও খাদ্যসামগ্রি পাঠানো ব্যবস্থা করবো “।