ধাপে ধাপে খোলা হবে স্কুল , জানালেন শিক্ষামন্ত্রী
করোনার তাণ্ডবের কারণে গত দেড় বছর ধরে রাজ্যে বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। যদিও রাজ্য সরকারের সিদ্ধান্তে চলতি মাসের ১৬ তারিখ থেকেই খুলছে রাজ্যের স্কুল-কলেজগুলি। কিন্তু স্কুল খুললেও, সে ক্ষেত্রে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে।এক্ষেত্রে উঠেছে নানান প্রশ্ন। তার মধ্যে একটি হল অন্যান্য ক্লাসের ছাত্র ছাত্রীরা কি ক্লাসে যেতে পারবে না? স্কুল করতে পারবে না? নাকি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না? এই ধরনের নানান প্রশ্নের উত্তরে জবাব দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তিনি জানিয়েছেন, শিক্ষাক্রম বা পাঠক্রম আমাদের নজরে থাকবে। কিন্তু জীবনের মূল স্রোতে ছাত্র ছাত্রীদের ফেরানো আমাদের মূল অভিপ্রায়। ধাপে ধাপে সব ক্লাসই খোলা হবে। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, আপাতত আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলছি। কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে। আর কিছুদিন অপেক্ষা করে নিচু ক্লাসগুলিকেও খুলে দেওয়া হবে। পরিস্থিতি খতিয়ে দেখে আগামী দিনে আমাদের যা ইচ্ছা রয়েছে অর্থাত্ সকল পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়া, সেটাই করা হবে।
অর্থাত্ ব্রাত্য বসুর মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, খুব শীঘ্রই সম্পূর্ণভাবে স্কুল খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে। অন্যদিকে দেড় বছর পরে খুলছে স্কুল। যার কারণে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভালো করে স্কুল স্যানিটাইজ করা। চারিদিক পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে স্কুল খোলার।