ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে এই দু দিনে মোট ১০ জন পাক ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন।

সৌজন্যে :ইন্টারনেট -ইংল্যান্ড সফরের উদ্যেশে দেশ ছাড়ার আগে পাকিস্তান ক্রিকেট দলের আরও সাত ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর পাওয়া গেল৷ সোমবারই তিনজনের কোভিড-১৯ পজিটিভের কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডে৷ মঙ্গলবার আরও ৭ ক্রিকেটারের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে পিসিবি-র তরফে জানানো হয়েছে৷ ফলে পাক ক্রিকেট দলে মোট ১০ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন৷


সোমবার করোনায় আক্রান্ত হন হায়দার আলি, শাদাব খান এবং হ্যারিস রউফ। মঙ্গলবার নতুন করে সাত ক্রিকেটার আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই সাত ক্রিকেটার হলেন- ফকর জামান, মহম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মোহম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাট্টি এবং মোহম্মদ হাসনাইন। এই সাত ক্রিকেটারের পাশাপাশি দলের সাপোর্ট স্টাফ ম্যাসিওর মালাং আলিরও কোভিড-19 পজিটিভ এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সকলকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে।ইংল্যান্ড সফরগামী ২৯ সদ্যসের দলের প্রত্যেকের করোনা টেস্ট করা হয়৷ এঁদের মধ্যে ১০ ক্রিকেটারের রিপোর্ট পজটিভ এসেছে৷করোনা পরবর্তী সময় প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে আগামী রবিবার ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা দলের। তার ঠিক প্রাক্কালে বড়সড় ধাক্কা পাকিস্তান ক্রিকেট শিবিরে। মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত স্কোয়াডের ১০ ক্রিকেটার। সোমবার যে তিনজনের রিপোর্টে পজিটিভ এসেছিল, তাঁরা হলেন প্রতিশ্রুতিমান ওপেনিং ব্যাটসম্যান হায়দার আলি, অল-রাউন্ডার শাদাব খান এবং ফাস্ট বোলার হ্যারিস রাউফ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *