আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে দেওয়ার অভিযোগ তৃণমূল উপ-প্রধান এর স্বামীর বিরুদ্ধে

মালদা; ২০জুন: নিজের প্রাপ্য আবাস যোজনা টাকা অন্যের একাউন্টে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল শাসিত পঞ্চায়েতের উপ-প্রধান এর স্বামীর বিরুদ্ধেএমনটাই অভিযোগ তুলে বিডিও ও মহাকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলার বাসিন্দা আনসারুলতিনি অভিযোগ করেন বেশ কিছুদিন আগে তুলসিহাটা পঞ্চায়েতের উপপ্রধান ও স্থানীয় মেম্বার তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজ পত্র চেয়ে বসে এবং বলে তার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসবেসেই মোতাবেক তিনি কাগজপত্র জমা দেনকিন্তু দীর্ঘদিন কেটে গেলেও আবাস যোজনার টাকা তার একাউন্টে আসে না

অন্যদিকে তিনি জানতে পারেন উপ-প্রধানের স্বামী আব্বাস আলীর প্রতিবেশী যার নাম ও আনসারুল তার অ্যাকাউন্টে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ও স্থানীয় মেম্বার যোগসাজশে সেই আবাস যোজনা টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছেএ ব্যাপারে তিনি তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মৌখিক অভিযোগ জানিয়েও কোন উপকার হয়নিতাই তিনি এ ব্যাপারে হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও  মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেশুধু তাই নয় এই টাকা ফেরত চাইতে গেলে যার একাউন্টে টাকা ঢুকেছে সেও সবার সামনে 10 হাজার টাকা দাবি করে বসে তবে টাকা ফেরত দেবেতাতেও রাজি হলো পরবর্তী কালে সেও বেঁকে বসেএই অভিযোগ পঞ্চায়েতের সোনিয়া মেম্বারকে জানিয়েও কোনো লাভ হয়নিএমনকি দীর্ঘদিন ধরে মায়ের বার্ধক্য ভাতা বিধবা ভাতা সবই আটকে রয়েছেঅভিযোগ করেও কোনো ফল হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *