মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রাম এলাকায় মোহাম্মদ ইসলাম মন্ডল নামের এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে খড়গ্রাম থানার পুলিশ একটি বন্দুক সহ বেশকিছু বোমা উদ্ধার করে। বোমা উদ্ধার করার পর বোমা গুলি নিষ্ক্রিয় করে মুর্শিদাবাদ জেলা পুলিশের সিআইডি বিভাগের বোম ডিস্পোজাল স্কোয়ারডের বিশেষজ্ঞ দল। ধৃত মোহাম্মদ ইসলাম মন্ডল নামের ব্যক্তি কে শনিবার কান্দি মহকুমা আদালতে পাঁচ(৫) দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হলে কান্দি মহকুমা আদালতের বিচারপতি ভাস্কর মজুমদার তিন(৩) দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন এবং জামিন খারিজ করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র। তবে বোমা ও আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য খমাড়গ্রাম থানার মাড়গ্রাম এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন।
আগ্নেয় অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য খড়গ্রামে
By anandabarta
Published on: July 31, 2021

---Advertisement---