অবৈধকয়লা বাজেয়াপ্ত করতে গিয়ে আক্রান্ত ইসিএল এর নিরাপত্তা কর্মী

বারাবনি থানার অন্তর্গত মোহনপুর কয়লা খনির সংলগ্ন খয়রাবাদ গ্রামের শিবমন্দিরের নিকটে গোপন সূত্রে খবর পেয়ে অবৈধকয়লা বাজেয়াপ্ত করতে গিয়ে অবৈধকয়লা কারবারিদের হাতে আক্রান্ত হন ইসিএলের নিরাপত্তা আধিকারিক দিলীপ প্রসাদ !অভিযোগ রবিবার বিকালে সালানপুর ইসিএলের নিরাপত্তা আধিকারিকের কাছে গোপনসূত্রে খবর পেয়ে বারাবনি থানার অন্তর্গত মোহনপুর কয়লা খনি সংলগ্ন খয়রাবাঁধ গ্রামের শিবমন্দির এলাকাতে বিপুল পরিমান অবৈধকয়লা মজুত আছে সেইমতো অবৈধকয়লা বাজেয়াপ্ত করার অভিযানে যান ইসিএলের নিরাপত্তা আধিকারিক দিলীপ প্রসাদ ।ঘটনাস্থলে পৌঁছে কয়লা বাজেয়াপ্ত করার সময় অবৈধকয়লা কারবারিরা চড়াও হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় নিরাপত্তা আধিকারিক দিলীপ প্রসাদ। কোনো রকম ওই এলাকা থেকে বেরিয়ে পালিয়ে আসে এবং বারাবনি থানাতে পুরোঘটনার বিষয় টি জানান আহত নিরাপত্তা রক্ষী ।

লিখিত অভিযোগ দায়ের করাহয় বারাবনি থানাতে।নিরাপত্তা কর্মী বলেন তার উপর হামলা কারীদের মধ্যে মূল অভিযুক্ত বাতুল গোরায় সহ চার পাঁচ জন ছিল। এই নামে বারাবনি থানাতে অভিযোগ জানানো হয় ।বর্তমানে নিরাপত্তাকর্মীর সোহোকর্মীরা তাকে ইসিএলের কাল্লাহাসপাতালে ভর্তি করেন ।তার মাথায় গুরুতরআঘাত পাই। বর্তমানে ওই নিরাপত্তা কর্মী ইসিএলের কাল্লাহসপাতালে চিকিৎসাধীন ।এর আগেও আহত নিরাপত্তা কর্মী দিলীপ প্ৰসাদ বাতুল গরাইয়ের নামে পুলিশে অভিযোগ জানান ।তবে রবিবার আমার উপর লাঠি বাশ নিয়ে চড়াও হয় এবং আমাকে প্রাণে মেরেফেলার কথা বলে। আমি ওই গুরুতর আহত অবস্থায় কোনো রকম পালিয়ে জীবন বাচাই ।ঘটনার তদন্তে বারাবনি থানার পুলিশ ।তবে প্ৰশ্ন যেখানে অবৈধকয়লা বন্ধ করতে কেন্দ্রীয়সংস্থা সি বি আই ও ই ডি এর মতো অভিযান চালিয়ে যাচ্ছে কিন্তু তাতেও কোনো বাধা না মেনে নির্বাচনের পর অবৈধকয়লা কারবারিরা অবৈধকয়লার কাজ চালিয়ে যাচ্ছে ।সাথে অবৈধকয়লার কারবারিদের সাহস এতই যে ইসিএলের নিরাপত্তা রক্ষী কে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ ।