সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেচান চান , জেনে নিন উপায়–

                                   

 ভাইরাল হওয়ার জন্য কী করা উচিত বা কি করা উচিত নয় জানতে পড়ুন —-

পৃথিবী এখন হাতের মুঠোয়।  বর্ধমানের  কোন এক চায়ের দোকানের খবর এক নিমেষেই পৌঁছে যায় স্পেন এ । ভাবছেন আপনার হাতের চা বা চিকেন তো কম সুস্বাদু নয়! তাহলে কেন  তা যায় না স্পেন বা ইতালি তে । আর এর জন্যই দরকার ‘সেলফ প্রোমশন’-এর। 
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ঢাক  নিজেই  পেটান,জমিয়ে করুন প্রচার । কিন্তু মনে রাখবেন সব প্রচারই ভাইরাল হয় না । তাই ভাইরাল হওয়ার জন্য কী করবেন আর কী করবেন না ??
১) স্ট্যাটেজিক স্টেটাস: গুরুত্ত্ব পূর্ণ বিষয় হলো টাইটেল । টাইটেল বা ক্যপশন যত আকর্ষণীয় হবে ততই মানুষ দেখবে ।

                         Image result for computer with girl images
২) যা আগে করেনি কেও : এখন সবাই সোশ্যাল মিডিয়ার সেলিব্রেটি। তাই এমন কিছু করুন যা সবথেকে আলাদা হয়। তাহলেই বাড়বে শেয়ার।
৩) শুধুই নয় ফেসবুক: সোশ্যাল মিডিয়া মানেই অনেকেই মনে করেন শুধুই ফেসবুক।কিন্তু ফেসবুক ছাড়াও সোশ্যাল মিডিয়াতে রয়েছে অনেক প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম,টুইটার। শেয়ার করুন সবেতেই।
৪)লাইক’ করুন মানে বুঝে: আপনি লাইক করলেই আপনার পোস্টে যে লাইক পরবে তেমন টা  নয় । বরং আপনার  লাইক কমতে  পারে। তাই ভেবে ‘লাইক’ করুন।
৫) গুজব ছড়াবেন না: খবর দিন গুজব নয়। সঠিক খবরে লিখুন নিজস্ব মতামত দেখবেন আপনার সঙ্গে সঙ্গে বাড়বে আপনার পোস্টের গুরুত্বও। একবার যদি রটে যায় আপনি ভুল খবর দেন। তাহলে আপনার জায়গা আর হবে না সোশ্যাল মিডিয়ায়।
৬) আলাদা কিছু: সবকিছুর মতোই  সোশ্যাল মিডিয়াতেও সৃজনশীলতার আলাদা কদর রয়েছে। আপনি যদি আপনার নিজস্ব সৃজনশীলতা দেখাতে পারেন তাহলে আপনার কদর পাবেনই।
৭) টাইমিং: বাসি খবরের দাম নেই। সোশ্যাল মিডিয়াতে তো খবর তাড়াতাড়ি বাসি হয়।কারণ সোশ্যাল মিডিয়াতে ১ মিনিটে খবর পৌঁছায় গোটা বিশ্বে। তাই নজর দিন সেদিকে।
৯) হ্যাশট্যাগ: সবসময় দিন হ্যাশট্যাগ। মাথায় রাখবেন যত বেশি হ্যাশট্যাগ তত বাড়বে আপনার পোস্টের রিচ।

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *