বর্ধমানে বিক্ষোভ দেখালেন জোমাটোর ডেলিভারি বয়রা
বিভিন্ন প্রকার আর্থিক সুযোগ-সুবিধা, নির্ধারিত রেট বৃদ্ধি, বেআইনিভাবে অতিরিক্ত কর্মী নিয়োগ পার্টটাইম কর্মীদের বিশেষ গুরুত্ব ইত্যাদি বিভিন্ন কারণে আজ বর্ধমানের বিক্ষোভ দেখানো খাদ্য সরবরাহ সংস্থা জোমাটোর ডেলিভারি বয়রা। তাদের দাবি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাবে তাকে বঞ্চিত করে রাখছে কোম্পানি, আগে তাদের বর্তমানে অফিস থাকায় যাবতীয় অভাব অভিযোগ তারা সেখানে জানাতে পারতেন কিন্তু এখন দুর্গাপুরে অফিস চলে যাওয়ায় সেখানে কেউই তাদের কথায় গুরুত্ব দিচ্ছে না।
দীর্ঘদিন ধরেই নির্ধারিত অ্যাক্টর এটি তাদের কাজ করতে হচ্ছে অবিলম্বে সেই রেট যদি বৃদ্ধি না করা হয় তাহলে তাদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। পাশাপাশি দৈনিক মজুরি বৃদ্ধি, অবাঞ্ছিত অতিরিক্ত নিয়োগ অবিলম্বে বন্ধ করার দাবি জানায় তারা। এছাড়াও কোম্পানিতে কোন অভিযোগ জানালে রীতিমতো ছাঁটাইয়ের হুমকি দেয়া হচ্ছে অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন বলে এক সুরে দাবি করেন বিক্ষোভরত ডেলিভারি বয়রা।