যুবদের ভাম্যমান সভা
আজ -আর নয় অনুদান,চাই শিল্প, চাই কর্মসংস্থান। সকল বেকারের কর্মসংস্থান এর ব্যবস্থা করতে হবে।পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে,
আাগামী ৫ই,সেপ্টেম্বর-২০২১,DYFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটি ২য় সন্মেলন।
এই সন্মেলনকে সামনে রেখে আজ সারাদিন ব্যাপী শিলিগুড়ি পৌর কর্পোরেশন এলাকা ৩৬নং ওর্য়াড থেকে ৪০নং ওর্য়াড এবং ডাবগ্রাম-২ পঞ্চায়েতে বাড়িভাষা,ঠাকুরনগর,জলেশ্বরী বাজার,হাতিয়াডাঙ্গা, ফকদইবাড়ি বাজার,আাশিঘর মোড় হয়ে নরেশমোড়,ফাঁপরি,একটিয়াশাল,খাই খাই বাজারে প্রচার কর্মসূচী শেষ হয়।
এই সভায় বক্তব্য রাখেন DYFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা যুব নেতা শঙ্কর সাহা ও নন্দন ভট্টাচার্য SFI ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল সহ অন্যান্য যুব নেতা।