সুনিতা ঘোষ : – আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য প্রত্যেকটি জিনিসের মধ্যে অন্যতম মোবাইল ফোন। বর্তমানে মোবাইল ফোন শুধুমাত্র কথোপকথনের মাধ্যম এমনটা কিন্তু কখনই নয়। দৈনন্দিন জীবনের অংশ এই মোবাইল ফোনের রং বলে দেবে প্রত্যেকটি মানুষের চরিত্র। রঙ বিশেষজ্ঞ ম্যাথু রিচার অন্তত তেমনটাই বলছেন। মিলিয়ে নিন নিজের ফোনের রঙ অনুযায়ী নিজের চরিত্র।

সাদা রঙের ফোন যাদের তারা অধিকাংশ সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। সাদা রঙের ফোন ব্যবহারকারীদের বিষয়ে ম্যাথু জানান, এই ব্যক্তিরা আগেভাগে কোন ব্যাপারে অনুসিদ্ধান্ত নিতে পারেন না। সাদা রং সাধারণত সরলতার প্রতীক। তার মতে, যারা সাদা রঙের ফোন ব্যবহার করেন তারা সাধারনত খোলামেলা মনের মানুষ হন।

কালো রঙের ফোন ব্যবহারকারী ব্যক্তিরা সাধারণত বাস্তববাদী এবং পেশাদার হন। বেশিরভাগ মানুষ কালো রঙের ফোন ব্যবহার করেন। কালো রঙের ফোন ব্যবহার করলে যেমন নোংরা হলে বোঝা যায় না ঠিক তেমনি দাগ ছোপ কম পড়ে। তারা অবশ্য যে কোনো বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করেন। ম্যাথু রিচার মনে করেন, কালো রঙের ফোন ব্যবহারকারী ব্যক্তিরা নিজেদের সম্পর্কে কোন তথ্য বাইরের মানুষের কাছে পৌঁছে যাবে এমনটা তারা কখনোই চান না।
যে সকল ব্যক্তিরা নীল রঙের ফোন ব্যবহার করেন তারা সাধারণত আত্মকেন্দ্রিক এবং মুখচোরা স্বভাবের হয়ে থাকেন। খুবই শান্ত এবং সৃজনশীল প্রকৃতির হন নীল রঙের ফোন ব্যবহারকারীরা। ম্যাথু রিচার জানান, নীল রং যারা পছন্দ করে তারা কোন কাজ করার আগে গভীরভাবে সেই বিষয় নিয়ে ভাবেন। যদি তারা সেই কাজটি করার ক্ষেত্রে কর্মক্ষম হন তবুও তারা সেই বিষয়টি ঢাক পিটিয়ে সকলের কাছে বলতে কোনভাবেই পছন্দ করেন না।
লাল রঙের ফোন যারা ব্যবহার করেন তারা নীল রঙের ফোন ব্যবহারকারীদের থেকে সম্পূর্ণ বিপরীত ধর্মী হয়ে থাকেন। এরা আত্মপ্রকাশ করতে পিছপা হন না। এরা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। লাল রঙের ফোন যারা ব্যাবহার করেন তারা খামখেয়ালি, আবেগপ্রবণ, লড়াকু মানসিকতার হয়ে থাকেন।
সোনালী রং সাধারণত কোন সম্পদের প্রতীক। যারা সোনালী রঙের ফোন ব্যবহার করেন বা সোনালী রং পছন্দ করেন তাদের টাকা পয়সার প্রতি বেশি আকর্ষণ থাকে। নিজেদের সামাজিক প্রতিপত্তির ব্যাপারে খুব সতর্ক থাকেন তারা। এমনটাই মত ম্যাথুর।