বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বাংলায় কবে খুলছে স্কুল – কলেজ জানালেন শিক্ষামন্ত্রী

Published on: October 17, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পুজোর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্‍সব শেষেই স্কুল খোলার হালকা আভাষ দিয়েছিলেন। এই মুহূর্তে দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলার করোনা পরিস্থিতিও অনেকটাই নিয়ন্ত্রণে। ইতিমধ্যেই দেশের অধিকাংশ রাজ্যেই হয় স্কুল, কলেজ খুলে দেওয়া হয়েছে নয়তো কবে থেকে চালু হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠন পাঠনের কাজ তা ইতিমধ্যেই ঘোষণা করে দেওয় হয়েছে।

এবার পালা বাংলার। যদিও মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ভাইফোঁটার পর থেকেই রাজ্যের স্কুলগুলি খুলে যাওয়ার কথা তবে সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। রবিবার এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানালেন, ‘কোভিড পরিস্থিতির ওপরই পুরোপুরি নির্ভর করছে কবে স্কুল খোলা হবে।

আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিতেই চাই। মুখ্যমন্ত্রী যেভাবে পরামর্শ দেবেন আমরা সেই মতো পদক্ষেপ নেব। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি সবার আগে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে সবথেকে ভালো জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর নির্দেশ মেনেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলি কবে খোলা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পুজোর ঠিক আগে আগেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের শেষেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘পুজোর ছুটির পর আমরা একদিন অন্তর একদিন স্কুল খোলার ব্যবস্থা করব।’

পুজোর ছুটি শেষ হচ্ছে ভাইফোঁটার দিন। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তারপর থেকেই রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হবে। তবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে যে এখনও আরও কয়েক দফার বৈঠক করা হবে এবং তারপরই এই প্রসঙ্গে চূড়ান্ত ঘোষণা করবেন মমতা, তা রবিবার শিক্ষামন্ত্রীর কথাতেই স্পষ্ট হল।

অন্যদিকে, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, উত্তরাখণ্ড, বিহারের মতো একাধিক রাজ্যে হয় স্কুল খুলে দেওয়া হয়েছে নয়তো কবে থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই পথে হেঁটে বাংলা কবে ঘোষণা করে এবার সেটাই দেখার।

Join Telegram

Join Now