এক নজরে ফলাফলে কি প্রভাব পড়বে

বড় ধাক্কার মুখে পড়বে টাকাও বিরোধী জোট জিতলে।

INTERNET – ৪৬ দিনের মহাযুদ্ধ! দেশের রাজনৈতিক সমীকরণ লোকসভা ভোটের ওপরেই কার্যত নির্ভর করে রয়েছে।ভোটের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে অধীর আগ্রহে সকলে।শেয়ার বাজার থেকে বিশ্ববাণিজ্যে ভারতের অবস্থান ৪ জুনের ফলাফলের ওপর নির্ভর করছে।2019  এ ৫৪২ আসনের মধ্যে ৩৫৩ আসন জিতে নিরঙ্কুশ ক্ষমতায় এসেছিল এনডিএ জোট।৩০৩ আসন একাই পেয়েছিল  বিজেপি।

১)বিজেপির স্লোগান, ‘এইবার, চারশো পার’।বাণিজ্যমহলের কর্তারা আশা করেন,এমনটা হলে বাজার তরতরিয়ে ওপর দিকে উঠবে।পরিকাঠামো খাতে সরকারি ব্যয় বাড়বে। উৎপাদন ক্ষেত্রেও সরকারি উদ্যোগ বাড়বে। শেয়ার বাজারের সূচক সেনসেক্স এবং নিফটি অন্তত ৪-৫ শতাংশ বাড়বে। টাকার দাম কমে ৮৩.৩২ টাকা থেকে ৮২.৮০ টাকার সমমূল্যে নেমে আসতে পারে।

২) বিজেপির আসন সংখ্যা কমে এল, বিজেপি যদি ২৭২ আসনের বেশিই পায় কিন্তু মোট আসন সংখ্যা নেমে আসে তিনশোর নিচে, তাহলে বাজার হয়ত সাময়িক একটু অস্থির হয়ে উঠতে পারে, কিন্তু তাড়াতাড়িই আবার ঠিক হয়ে আসবে।বিজেপি সরকার কম আসন নিয়ে ক্ষমতায় এলেও নীতিনির্ধারণে খুব একটা বদল হবে না।বিজেপি তিনশো পেরোলে বাজার অনেকটা স্বস্তিতে থাকবে একাধিক শীর্ষ আর্থিক লেনদেন সংস্থার আধিকারিকরা জানাচ্ছেন।

৩) কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শক্তিজোট ‘ইন্ডিয়া’ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এলে বাজার কার্যত টালমাটাল হয়ে উঠবে। অন্তত তেমনটা বলছেন বাণিজ্যিক বিশেষজ্ঞরা।সরকার বদল হলে সাধারণত নীতিতে বড় রকমের বদল আসে। বাজার একেবারেই সেই ঝুঁকিটা পছন্দ করে না।অভিষেক গোয়েঙ্কা যেমন বললেন, বিরোধী জোট জিতলে শেয়ার বাজারে রীতিমত ধস নামতে পারে। সূচক অন্তত ১০ শতাংশ পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *