প্রাতঃভ্রমনে এসে কি বললেন দিলীপ ঘোষ

বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ
মুখ্যমন্ত্রীর অনুদান ফেরালো মুর্শিদাবাদে নিহতের একটি পরিবার
পুরো হিন্দু সমাজ অসুরক্ষিত। তাদের রাজ্য ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেখানে ১০ লাখ টাকার কোনো মূল্য নেই। এরকম ঘটনা ঘটতেই থাকবে আর সরকার ১০ লাখ দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দেবে? আর জি করে ওই ডাক্তার কন্যা যাকে ডাক্তার তৈরি করতেই খরচ হয়ে যায় ৫০ লাখ টাকার বেশি। তার মূল্যবান জীবনের ক্ষেত্রেও ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে পাপ ঢাকা যায়না। একটাও প্রাণ কেন যাবে? কেন মানুষ নিজের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে? সরকারের এটা নিয়ে কোনো চিন্তা নেই। কাল কাদের নিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হল? যারা সমস্যা তৈরি করল যারা জিহাদী আন্দোলন করল তাদের নিয়ে? কেন কাল ওখানে নিন্দা প্রস্তাব আনা হলনা? উনি নিন্দা করেননি। বরং এর পিছনে যারা আছে তাদের প্রসংশা করেছেন।
টাকা ফেরানোর ঘটনা কি নতুন ট্রেন্ড?
বাংলা পাল্টে গেছে সেটা মালদহ মোথাবাড়িতে প্রমাণিত। সেখানে হিন্দুরা পালায়নি। রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। মানুষের প্রাণ চলে গেল। কিসের ১০ লাখ? এইভাবে আপনি নিজের পাপস্খলন করছেন? এরকম ঘটনা আরো ঘটবে। এখন থেকেই সাবধান হোন। পুলিশের কাছে খবর নেই কোথায় কখন মিছিল? খবর নেই নাকি খবর রাখা হচ্ছে না? বোঝা যাচ্ছে না।
বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক মমতা
উনি কাশ্মীরের গল্প বলছেন। এরকম কজনকে উনি ধরেছেন যাদের বিএসএফ টাকা দিয়েছে? ওনার এক মন্ত্রী বলছেন হাওয়াই চপ্পল পড়ে নাকি বিএসএফ ঘুরছে। উনি কারুর ফটো তুলেছেন? আহাম্মকের মতো কথা বলেন কেন? বাঙালি ঘাসে মুখ দিয়ে চলেনা। তারা এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন। আপনাদের মতো বাচাল দের কথায় তারা আর বিশ্বাস করেনা। তাদের গ্রেফতার করেছে তার মধ্যে কজন বিজেপি পাওয়া গেছে? আপনি করাচ্ছেন। আপনার লোকেরা করাচ্ছে।
অমিত শা নিয়ে কটাক্ষ মমতার
পার্টিতে মমতাকে কেউ মানেনা। পার্টিতে চুলোচুলি হচ্ছে। তিনি কাকে আঙুল তুলছেন? কোথায় নেতাজি আর কোথায় পিঁয়াজি? অমিত শা-কে সাধারণ মানুষ ক্ষমতা দিয়েছে। মমতা বলার কে? খুব বেশি হলে ২ টো সাংসদ কমবেশি করতে পারেন। যে লোকটা কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাট থেকে আসাম পর্যন্ত ঠাণ্ডা করে দিয়েছে। নিজের দিকে তাকান। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন সেটা দেখার জন্য সারা দেশের মানুষ আছেন। আপনাকে বাংলার মানুষ দেখছে।
যোগী সব থেকে বড় ভোগী
এই যে মিথ্যা কথা অপ শব্দ এটাই একদিন ওনার সর্বনাশের কারণ হবে। উনি অমৃত কুম্ভ কে মৃত্যু কুম্ভ বলেছেন। উনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন। মানুষ এগুলো ভুলে যাবেন? যোগী সন্যাসী এবং সর্ব ত্যাগী। তার পায়ের যোগ্য উনি হতে পারবেন না। উনি যত পাপ করেছেন আর যোগী জীবনে যা করেছেন এই কথা বলার এক কোনা যোগ্যতা ওনার নেই। দ্বিগুণের বেশি জনসংখ্যা উত্তর প্রদেশের। সেখানে উনি যা করে দিয়েছেন সেই যোগ্যতা আপনার নেই। ভগবান আপনাকে সুমতি দিক। আপনার কথাবার্তা ঠিক হোক।
পুলিসকে সার্টিফিকেট অভিষেকের
উনি প্রশংসা করেন কারণ পুলিশ কিছু করেনা। আমাদের নবান্ন অভিযানে পুলিশ গুলি চালিয়েছে বলে প্রশংসা করেছেন। ওখানে পুলিশ কিছু করেনি বলে প্রশংসা করেছেন। ডায়মন্ড হারবারের পুলিশ সন্ত্রাসবাদী দের থেকেও খারাপ। বিজেপি করলে তার বাড়ি ঘর দোকান ভেঙেচুরে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের লোকেরা এখনও বাড়ি ঢুকতে পারেনি। কারুর ঢোকার ক্ষমতা নেই। উনি যদি মনে করেন এটাই সারা বাংলার মডেল সেটা আমরা মেনে নেব না।
রাজ্য সিট তৈরি করল
মমতার এই ফ্যান্ডা অনেকদিন ধরে চলছে। এর কোনো রেজাল্ট নেই। এগুলো হচ্ছে সমস্যা চাপা দেওয়া। কিছুদিন পর আপনিও ভুলে যাবেন আমিও ভুলে যাবো। এটা কোনো সমাধান নয়। এটা নতুন একটা সমস্যা। পুলিশের প্রতি মানুষের এই যে অবিশ্বাস এটা আরো বাড়বে।
একদিকে পিটিশন একদিকে আন্দোলন কেন? পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
যদি আপনারা আদালতে বিশ্বাস রাখেন তাহলে আদালতে যান। হিংসা করছেন কেন? রাস্তায় নেমে আগুন জ্বালাচ্ছেন কেন? মমতা প্রকাশ্যে বলছেন আমি কোর্ট মানিনা। জিহাদিরা বলছে আমরা সংবিধান মানিনা। আবার এরাই বাঁচার জন্য কোর্টে যাচ্ছেন।