সুশান্ত সিং রাজপুতের তদন্তে কি বললো CBI

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা যায় সিবিআইয়ের জিম্মায়।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় ২ বছর অতিক্রান্ত।

ITERNET : ২০২০ সালের ১৪ই জুন মুম্বইয়ের বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। ৩৪ বছর বয়সী অভিনেতার রহস্যমৃত্যুকে শুরুতেই ‘আত্মহত্যা’ বলে ঘোষণা করে মুম্বই পুলিশ। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা যায় সিবিআইয়ের জিম্মায়।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় ২ বছর অতিক্রান্ত।

২০২০ সালের অগস্ট মাসে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার দায়ভার নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর মুম্বইতে টানা এক সপ্তাহ ম্যারাথন জিজ্ঞাসাবাদও চালায় সিবিআইয়ের বিশেষ দল।সুশান্তের মৃত্যুর কিনারা তো দূর অস্ত,  এই মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়েও ধোঁয়াশা কাটছে না। তবে সেই নিয়ে কোনওরকম তথ্য দিতে না-রাজ সিবিআই। এই কেস সম্পর্কিত কোনও তথ্য দিতে অস্বীকার করেছে সিবিআই।এই মামলা সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ্যে আনলে সেটা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

 

এত মাস পরেও সিবিআই স্পষ্ট করেনি সুশান্ত আত্মহত্যা করেছিলেন নাকি এই মৃত্যুর সঙ্গে কোনও ফাউল প্লে জড়িয়ে আছে।প্রয়াত অভিনেতার পরিবারে রয়েছেন চার দিদি (রানি সিং, মীতু সিং, প্রিয়াঙ্কা সিং এবং শ্বেতা সিং কীর্তি) এবং বাবা কেকে সিং। সুশান্তের পরিবার এখনও বাড়ির ছোট ছেলের অকাল ও রহস্যমৃত্যুর ন্যায়বিচারের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *