বিডিএর নতুন চেয়ারম্যানকে সম্বর্ধনা
ভিডিও নবনির্বাচিত চেয়ারম্যান নিজের অফিসে চেয়ারে বসলেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং তৃণমূলের বিভিন্ন এলাকার কর্মীর সম্বর্ধনা দিয়ে সাধুবাদ জানালেন । সোমবার থেকে সমস্ত রকম মানুষজন আসেন সম্বর্ধনা দিতে ।
পাশাপাশি আজ নব নির্বাচিত বি ডি এর চেয়ারম্যান কাকলী গুপ্ত তা মহাশয়া কে বর্ধমান শহর তৃনমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে ও যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ।
উপস্থিত ছিলেন প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাস বিহারী হালদার শহর তৃনমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস ও বর্ধমান পৌর সভার সহ প্রশাসক আইনুল হক আলপনা হালদার যোগেশ্বর বৈরাগ্য অনামিকা সাই মণ্ডল সাহানা পারভীন সৃজন কুন্ডু অনিল সাউ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ ।