স্বেচ্ছায় রক্তদান শিবির
সরকারি হাসপাতালে রক্তের চাহিদা বেড়ে যাওয়ায়, সেই চাহিদা মেটানোর লক্ষ্যে মন্তেশ্বর ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স এ্যসোয়েশন
মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স এ্যসোয়েশনের সহযোগিতায় মন্তেশ্বর ব্লকে মাঝের গ্রাম অঞ্চলের অন্তর্গত ভেলিয়া বিবেকানন্দ ডায়মন্ড ক্লাবের ব্যবস্থাপনায় ভ্রাম্যমান পশ্চিমবঙ্গ সরকারের শীত তাপ নিয়ন্ত্রিত বাসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
সরকারি হাসপাতালে রক্তের চাহিদা বেড়ে যাওয়ায়, সেই চাহিদা মেটানোর লক্ষ্যে মন্তেশ্বর ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স এ্যসোয়েশনের সহযোগিতায় ভেলিয়া বিবেকানন্দ ডায়মন্ড ক্লাবের ব্যবস্থাপনায় প্রায় ৫০ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করলেন।সংগৃহীত রক্ত বর্ধমান ব্লাড ব্যাংকের হাতে তুলে দেয়া হয় উদ্যোক্তা দের পক্ষ থেকে ।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিপ্লব রায়, ফটিক লায়েক, মাজের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপুল রায়, রাজিফা খাতুন, ফাতেমা বেগম, খলিলুল্লাহ শেখ, ফারুক শেখ ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ।