বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভাতারের বনপাস স্বাস্থ্য কেন্দ্রে মায়েদের ভ্যাক্সিনেশন ও একটি করে গাছের চারা প্রদান

Published on: August 30, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভাতারের বনপাস স্বাস্থ্য কেন্দ্রে মায়েদের ভ্যাক্সিনেশন ও একটি করে গাছের চারা প্রদান করলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী ,আজ বনপাস অঞ্চলে বিধায়ক এর নির্দেশে ১২০ জন মহিলা দের ভেক্সিনেশনের ফাষ্ট ডোজ ও বৃক্ষ প্রদান, শুধু ১ থেকে ১০ বছর পর্যন্ত শিশুর মায়েদের জন্য এই ভেক্সিনেশন ।

বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যে ভেকসেন দিচ্ছে না, আমাদের রাজ্যে ভেকসেন কম ,তাই এখন ১০০ জন করে দেওয়া হচ্ছে পরে আরো দেওয়া হবে, এবং তিনি প্রত্যেক কে চারা গাছ প্রদান করেন ও বলেন গাছ লাগান ও পরিবেশ বাঁচান, উপস্থিত ছিলেন ভাতার ব্লক এর স্বাস্থ্য কর্মদক্ষ মহেন্দ্র হাজরা , পূর্ব বধমান জেলার বিদ্যুৎ এর কর্মদক্ষ জহর বাগদী, বনপাস অঞ্চলের প্রধান দীপ্তি মন্ডল , উপপ্রধান আহমেদ আলি সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ ।

Join Telegram

Join Now