রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন দুই যুবক
দু’নম্বর জাতীয় সড়কে গলসির গলিগ্রাম মোড় এলাকায় রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন দুই যুবক। শনিবার রাতে রাস্তা পারাপার করার সময় দুর্গাপুর থেকে দ্রুত গতিতে আসা একটি ম্যাটাডোর গাড়ি ওই দুই যুবক শকু মেটে ও তপন মেটেকে ধাক্কা মারে।দু’জনেরই বাড়ি গলিগ্রামে।
গুরুতর আহত অবস্থায় গলসি থানার পুলিশ তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। শকু মেটের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়। তপন মেটেকে কলকাতা রেফার করা হলেও শেষ রক্ষা হল না। কলকাতায় তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।