মাত্র ৫০ টাকায় টিউশন , জেনে নিন
২০২০ সালের মার্চ মাস থেকে সেই যে স্কুল কলেজ বন্ধ হয়েছে এখনও তা খোলেনি। অনলাইনে পড়াশোনা চলছে ঠিকই, কিন্তু তাতে সকল পড়ুয়া সমান স্বচ্ছন্দ নয়। শিক্ষক শিক্ষিকারাও পড়িয়ে শান্তি পাচ্ছেন না। এই পরিস্থিতিতে অভিনব এক উদ্যোগ নিয়েছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (ABTA)।মাত্র ৫০ টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীদের কোচিং (coaching centre) দেওয়ার ব্যবস্থা করেছে তারা।
রবিবার টালা চক্ররেল স্টেশনের কাছে বনমালী চ্যাটার্জী স্ট্রিটে ‘প্রিয়তোষ দাশগুপ্ত মেমোরিয়াল কোচিং সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। এখানেই সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সমস্ত বিষয়ের কোচিং দেওয়া হবে। মাসিক বেতন মাত্র ৫০ টাকা। এই দুর্মূল্যের বাজারে এবিটিএ-র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।যাঁরা এখানে ক্লাস নেবেন, তাঁরাও বিভিন্ন নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকা। জানা গেছে, হিন্দু স্কুল, টাউন স্কুলের মতো প্রতিষ্ঠান থেকেও ক্লাস নিতে আসবেন শিক্ষকরা।
ক্লাস হবে সকালে আর বিকেলে। সবে শুরু হয়েছে এবিটিএ কোচিং ক্লাস। এর মধ্যেই ১৫ জনের বেশি পড়ুয়া এখানে পড়তে শুরু করে দিয়েছেন। পড়ুয়াদের সংখ্যা যে আরও বাড়বে তা বলা বাহুল্য। আর সেই কারণেই আপাতত একটি বড়সড় জায়গার খোঁজ করছেন উদ্যোক্তারা। কোভিড বিধিনিষেধ মেনেই ক্লাস চলবে। শুধু পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ুয়া নয়, আইসিএসসি, সিইএসসি বোর্ডের পড়ুয়ারাও ক্লাস করতে পারবেন এখানে মাসিক ৫০ টাকার বিনিময়ে। আর্থিকভাবে অস্বচ্ছল পড়ুয়ারা এই কোচিংয়ের মাধ্যমে উপকৃত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উদ্যোক্তারা জানিয়েছেন, ৫০ টাকা বেতনের বন্দোবস্ত করা হয়েছে ঠিকই, তবে তা দিতে না পারলেও পড়ুয়াদের বঞ্চিত করা হবে না। এই কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হলে ৯৮৩৬০১৫৭৭৯ এবং ৮২৪০৫৬৮৫১২ এই নম্বরে ফোন করতে হবে।