বীরভূম জেলায় শিয়ান গ্রামে তৃণমূলের কর্মীসভা
ভুল পথে গিয়ে থাকে তাকে দলে থাকতে দেওয়া হবে না
বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত সিয়াম গ্রামে তৃণমূলের কর্মী সভার আয়োজন করা হয়েছিল। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা কোর কমিটি অন্যতম সদস্য কাজল শেখ,নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি,পঞ্চায়েত সমিতির সভাপতি মিহির রায় ও অন্যান্য তৃণমূলের কর্মিবৃন্দ ।
বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ কর্মীদের উদ্দেশ্যে বলেন দলে লুটেপুটে খাওয়া চলবে না এবং তিনি আরো জানান জাতি ধর্ম মত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে হবে। যদি কেউ ভুল পথে গিয়ে থাকে তাকে দলে থাকতে দেওয়া হবে না বলে জানান।