অসংগঠিত ঠিকা শ্রমিকদের পাশে দাঁড়ালো তৃণমূল
সোমবার দুপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার বাকোলা এরিয়ার গুলমোহর ক্লাবে অসংগঠিত ঠিকা শ্রমিকদের নিয়ে বৈঠক করল
সোমবার দুপুরে পাণ্ডবেশ্বর বিধানসভার বাকোলা এরিয়ার গুলমোহর ক্লাবে অসংগঠিত ঠিকা শ্রমিকদের নিয়ে বৈঠক করল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এই সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের INTTUC ব্লক সভাপতি রামচরিত পাসোয়ান , পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি কিরীটি মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ব।
এদিনের এই সভায় পাণ্ডবেশ্বর খনি এলাকায় রয়েছে ইসিএল তথা বহু বেসরকারি কারখানা।
সেখানে রয়েছেন অসংখ্য অসংগঠিত ঠিকা শ্রমিক । এদিনের এই সভায় দুই শ্রমিকনেতা রামচরিত পাসোয়ান ও কিরীটি মুখার্জি অসংগঠিত ঠিকা শ্রমিকদের পক্ষে বলেন , পাণ্ডবেশ্বর এলাকায় বিভিন্ন সংস্থায় যে সকল অসংগঠিত ঠিকা শ্রমিক রয়েছেন । তারা নানানভাবে আজও অবহেলিত ।
তাদের নেই পরিচয় পত্র, নেই ইপিএফের ব্যবস্থা । নেই রবিবারে ছুটি নেই, এছাড়াও অসংগঠিত ঠিকা শ্রমিকদের জন্য নেই ব্যাংকে বেতন পাওয়ার ব্যবস্থা । সভায় অসংগঠিত ঠিকা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হল এ দিন। তিনি বলেন অবিলম্বে পাণ্ডবেশ্বর বিধানসভার সমস্ত ইসিএল এজেন্ট ও বেসরকারি কারখানার আধিকারিকদের হাতে অসংগঠিত শ্রমিকদের দাবী সনদ তুলে দেওয়া হবে ।