অনুব্রতহীন বীরভূমে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

প্রকাশ্য দলীয় সভায় হুমকি নানুরের প্রাক্তন তৃনমুল বিধায়ক তথা কেষ্টঘনিষ্ঠ তৃনমুল নেতা গদাধর হাজরার

অনুব্রতহীন বীরভূমে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। নিজের দল তৃনমুলের কার্যকরী অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ দাসকে মেরে পা দুটো ভেঙ্গে দেবো। প্রকাশ্য দলীয় সভায় হুমকি নানুরের প্রাক্তন তৃনমুল বিধায়ক তথা কেষ্টঘনিষ্ঠ তৃনমুল নেতা গদাধর হাজরার।
এদিন বীরভূমের নানুর ব্লকের কীর্ণাহার বাসস্ট্যান্ডে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একটি দলীয় সভা করেন কেষ্টঘনিষ্ঠ তৃনমুল নেতা আব্দুল কেরিম খান। কেরিম খান নানুরে কাজল শেখ বিরোধী হিসেবে পরিচিত। এদিন কীর্নাহারে দলীয় তৃণমূলের সভায় প্রধান বক্তা ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। সভার উদ্যোক্তা নানুরের প্রাক্তন তৃনমুল বিধায়ক গদাধর হাজরা।এদিনের সভায় অনুব্রত ঘনিষ্ঠ কাজল বিরোধী হিসেবে পরিচিত নানুরের প্রাক্তন তৃনমুল বিধায়ক গদাধর হাজরা প্রকাশ্য হুমকি দেন নিজের দলের নেতাদের বিরুদ্ধে।

 

 

তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে দলের হয়ে ভোট করেনি তৃণমূলের কার্যকরী সভাপতি ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ এর পা দুটো বড় বড় হয়ে গেছে, কিছুদিন পর ওর পা দুটো ভেঙ্গে দেবো। পাশাপাশি তিনি আরও বলেন, বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন নানুর ব্লকের কীর্নাহার ১ ও ২ নং অঞ্চল সভাপতির।বর্তমানে সুব্রত ভট্টাচার্য নানুরের ব্লক তৃনমুল সভাপতি দায়িত্বে রয়েছেন। কিন্তু গদাধর হাজরা বলেন, নানুর ব্লকে যে আমাদের সভাপতি আছেন সুব্রত ভট্টাচার্য, উনি নানুর ব্লকের সভাপতি নন। উনি নানুর অঞ্চলের তৃনমুল সভাপতি। একটি অঞ্চলের সভাপতি দায়িত্ব দিয়েছে অনুব্রত মন্ডল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

সুব্রত ভট্টাচার্যকে সিপিএম ও বিজেপির দালাল বলেন গদাধর হাজরা।কাজল শেখ তৃনমূলের কোর কমিটির সদস্যর বিরুদ্ধেও এবার যুদ্ধ ঘোষণা করলেন অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃনমুল প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। কাজলের নাম না করে বলেন, দিদি তোমাকে কোর কমিটি সদস্য করেছে। সবাই কে সম্মান দাও, সবাই কে নিয়ে একসাথে চলো। যদি ভাবো..! যারা তৃনমুল করতে গিয়ে খুন হয়েছে। সেই সমস্ত খুনিদের নিয়ে, বালি মাফিয়া নিয়ে দল করবো। তাহলে তোমার বিরুদ্ধেই লড়াই হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *