পুলিশের উদ্যোগে টেনিস খেলার প্রশিক্ষণ

এবার টেনিস খেলার প্রশিক্ষণ দেওয়া শুরু হলো বর্ধমান শহরে

এবার টেনিস খেলার প্রশিক্ষণ দেওয়া শুরু হলো বর্ধমান শহরে।জেলা পুলিশের উদ্যোগে টেনিস খেলার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ টেনিস ক্লাবের উদ্যোগে খুব কম খরচে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষন নিতে গেলে ভর্তির সময় মাত্র ৫০০ টাকা ও প্রতি মাসে ৩০০ টাকা দিতে হবে শিক্ষানবিশদের।

উপযুক্ত ভালো মানের কোচ এবং টেনিসের বলের জন্যই মূলত নেওয়া হবে এই ফিস। প্রাথমিকভাবে কম বয়সীদের জন্য এই জনপ্রিয় খেলার প্রশিক্ষণ শুরু করা হলেও আগামী দিনে যাতে বড়রাও এই খেলার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। আজকে প্রায় 40 থেকে 50 জন টেনিস ক্লাবের টেনিস খেলা শেখার জন্য নাম লিখিয়েছেন। ইতিপূর্বে পূর্ব বর্ধমান জেলা জুড়ে কোথাও টেনিস খেলার কিংবা টেনিসের প্রশিক্ষণ দেওয়ার কোন ক্লাব ছিল না।

জেলা পুলিশের উদ্যোগে এই টেনিস ক্লাব চালু করায় খুশি সকলেই। এই টেনিস মাঠটি তৈরি করতে সহযোগিতা করেছেন শ্যামসুন্দর সোনার বাংলা এগ্রো প্রোডাক্ট, উচালন এসএস রাইস মিল ও কেন্দুর তিলক তমা এগ্রো প্রডাক্ট ‌। ফিতে কেটে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। এছাড়া উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ জেলা পুলিশের অন্যান্য অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *