মালদায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক বাইকারোহীর

মালদা :- পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক বাইকারোহীর। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম স্বপন কর্মকার(৩৩)।পুরাতন থানার রানী নগর বাড়ি তাঁর। তিনি বুধবার মালদা মানিকচক এলাকায় এসেছিলেন কাজে।
সন্ধ্যা সাতটা নাগাদ তিনি নিজের বাইকে বাড়ি ফিরছিলেন। ইংলিশবাজার থানার মিল্কি ও শোভানগরের মাঝামাঝি মাদিয়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে আসা আরও একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারলে ছিটকে পড়েন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মিল্কি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতলে আনলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত বলে জানান। ঘটনার পর ঘাতক গাড়িটি পালায়। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।