আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

টোটকে এখনই বৈধ রেজিস্টেশন বা লাইসেন্স দেওয়া হবে না

Published on: January 31, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

টোটোর সংখ্যা যেভাবে বাড়ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে তা রুখতে নামছে রাজ্যের পরিবহন দফতর।কোন টোটকে এখনই বৈধ রেজিস্টেশন বা লাইসেন্স দেওয়া হবে না মঙ্গলবার হাওড়ায় এসে স্পষ্ট ঘোষণা রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর।রাজ্যের পরিবহনমন্ত্রী জানান আগামীদিনে ই- পরিবহণের ওপরে সরকার জোর দেবে ।টোটো(TOTO) গাড়ির রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই বলেই জানান তিনি।

১০০% অনলাইন সার্ভিস শুরু করা হলো।টোটো পরিবেশবান্ধব হবার কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের আইন ও কোর্টের রায়ের খুব একটা রেস্ট্রিকশন নেই। জীবিকার লক্ষ্যে যে কেউ টোটো কিনে যে কোন জায়গায় চালাতে পারে।কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার টোটো রাস্তায় নামানোর ফলে শহরের বিভিন্ন স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। পুরসভা ও পঞ্চায়েত এর মাধ্যমে বৈধ টোটোর তালিকা তৈরি ও রুট বেঁধে দেওয়ার ব্যবস্থা নিতে চলেছে রাজ্য পরিবহন বিভাগ ঘোষণা রাজ্যের পরিবহনমন্ত্রীর।

Join Telegram

Join Now