বিশ্বভারতীর উপাচার্যের মেয়াদ শেষ
শান্তিনিকেতন হস্তশিল্প মার্কেটের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশে ধরনা মঞ্চ শুরু হয়েছিল আজকে তার ১৩ তম দিন ছিল
শান্তিনিকেতন হস্তশিল্প মার্কেটের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশে ধরনা মঞ্চ শুরু হয়েছিল আজকে তার ১৩ তম দিন ছিল। এই ধর্ণ মঞ্চে বীরভূমের বিভিন্ন তৃণমূলের কর্মীরা নেতা নেতৃত্ব ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলেন। বিশ্বভারতীর প্রথা অনুযায়ী আজ বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেয়াদের শেষ দিন ছিল। সকল বোলপুরবাসি বীরভূম বাসী এমনকি আপামর বাঙালি এবং রবীন্দ্র প্রেমীরা তাকিয়ে ছিল যে আজকে বিদ্যুৎ চক্রবর্তী মেয়াদ শেষ হবে কিনা।
মেয়াদ উত্তীর্ণ নিয়ে বহু টালবাহানা শোনা যাচ্ছিল। কিন্তু দিনের শেষে বোলপুরবাসি তথা বীরভূমবাসি এক আনন্দের খবর এলো যে বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেয়াদ শেষ। তখনই শান্তিনিকেতন এলাকা জুড়ে এক খুশির হওয়া বয়ে চলেছে সকলে মিলে আনন্দে মিষ্টি মুখ করেছেন।
এমনকি বিদ্যুৎ চক্রবর্তী বাঙালি প্রথা অনুযায়ী তাকে খাটে সাজিয়ে বল হরি হরি বল এবং হরিনাম সংকীর্তন করে নিয়ে যাওয়া হয় এবং শান্তিনিকেতন ক্যাম্পাসের ঘোরানো হয়। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্যর পদ থেকে সরে যাওয়ায় সকলেই আশা করছেন শান্তিনিকেতন তথা বিশ্বভারতীতে এক নতুন পর্যায়ে শুরু হবে এই আশায় সকলে কামনা করে। ।