বর্ধমানে সিপিএম কর্মীর মারে জখম তৃণমূল নেতা
পূর্ব বর্ধমানে সিপিএম কর্মীর মারের আঘাতে জখম তৃণমূলে বুথ সুপার ভাইজার।অভিযোগ বর্ধমান থানায়।এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ। সিপিএম কর্মীর মারের আঘাতে জখম হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বর্ধমান হাটুদেওয়ান ক্যানেল পার এলাকার বুথ সুপার ভাইজার নুরুল ইসলাম খান।এরপর অভিযুক্ত সিপিএম কর্মী সেখ আলমগীরের (পচা) বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দ্বায়ের করেন নুরুল ইসলাম খান।
ঘটনার সূত্রপাত হিসেবে নুরুল ইসলাম খান বলেন গত কাল একটি অনুষ্ঠান হচ্ছিল সেখানে তৃণমূল নেতা নূরুল হাসান কে দেখে সিপিএমের এরা মাতামাতি করেন।এর পর আজ সকালে বাড়ির পাশে ক্যানেল পারে দাঁড়িয়ে থাকার সময় সিপিএমের ওই দুষ্কৃতি তার উপর চরাও হয়ে থাকা ব্যাপক মারধর করে বলে অভিযোগ করেন নুরুল ইসলাম খান।এই ঘটনায় জখম হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে অভিযুক্তর নামে বর্ধমান সদর থানায় অভিযোগ দ্বায়ের করেন।