‘মেরিট অ্যাওয়ার্ড এন্ড মার্কেট রিসার্চ’ পুরস্কৃত করলো বর্ধমানের তিলক দুবেকে
স্বাস্থ্য ক্ষেত্র, বিনোদন, বিজ্ঞাপন ইত্যাদি ক্ষেত্রে সারাদেশের কৃতীদের পুরস্কৃত করে দেশের অন্যতম সেরা মার্কেট রিসার্চ সংস্থা ‘মেরিট অ্যাওয়ার্ড এন্ড মার্কেট রিসার্চ’। এবছর এই সংস্থা পুরস্কৃত করল দেশের অন্যতম সেরা বিজ্ঞাপন নির্মাতা ও সৌন্দর্যায়ন বিশেষজ্ঞ তিলক দুবে কে।
তার সংস্থা অ্যাড টাচ এডভাইজিং সংস্থাকে বিজ্ঞাপন ও নতুন ভাবনা এই বিষয়ে জনতার বিচারে সেরা পুরস্কার তুলে দিলো তারা। বর্ধমান শহরের এই কৃতী সন্তান তিলক বাবু পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের বিখ্যাত ক্রিকেটার হরভজন সিংয়ের হাতে এ পুরস্কার পেয়ে আমি গর্বিত।
আগামী দিনে আরো অভিনবত্ব ও নতুনত্ব নিয়ে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কাজ করব আমরা। প্রসঙ্গত উল্লেখ্য মহারাষ্ট্রের থানে শহরে একটি পার্ক নির্মাণ করেছিল এই সংস্থা। সেই পার্কের অভিনবত্ব সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়।
তারই ফলস্বরূপ এই স্বীকৃতি। বর্ধমান পৌরসভার কাছ থেকে বর্ধমান শহরের পারবিরহাটা থেকে নবাবহাট পর্যন্ত সৌন্দর্যায়নের দায়িত্ব পেয়েছে এই অ্যাড টাচ সংস্থাটি। আগামী 6 মাসের মধ্যে বর্ধমান শহরের সম্পূর্ণ সৌন্দর্যায়ন ঘটিয়ে শহরকে এক নবরূপে বর্ধমান বাসীর কাছে তুলে দিতে বদ্ধপরিকর তিলক বাবু।