বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এবার মদন মিত্রের সুর পুরুলিয়ার যুব সভাপতি গৌরব সিংয়ের কন্ঠে

Published on: June 10, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

পুরুলিয়া – কয়েকদিন আগেই দলীয় কর্মীদের সতর্ক করে কামারহাটিতে বিধায়ক মদন মিত্র বলেছিলেন, এখনই যদি গা থেকে তৃণমূলের জামাটা খুলে নেওয়া হয়, আর কাউন্সিলর পদটা নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পাড়ার কুকুরও পায়ে কামড় দিয়ে দেবে। এবার প্রায় একই সুরে দলীয় কর্মীদের ধমক দিলেন পুরুলিয়ার তৃণমূল যুব সভাপতি গৌরব সিং।পুরুলিয়ার শহর তৃণমূলের যুব সভাপতি গৌরব সিংয়ের হুঁশিয়ারি, আসন্ন বিধানসভা নির্বাচনে জিততে হলে দলের ভাইরাস দূরীকরণ করতে হবে। দলের একাংশকে নিশানা করে তাঁর বক্তব্য, মানুষ তো দূরের কথা, দলের লোগো কেড়ে নেওয়া হলে পাড়ার নেড়ি কুকুরও পেছনে থাকবে না। রবিবার পুরুলিয়া শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের প্রয়াত কর্মীদের শ্রদ্ধা জানাতে “চায়ের সঙ্গে আড্ডা” আয়োজন করা হয়। সেখানে পুরুলিয়া শহরের ২০টি ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড কমিটি, বুথ কমিটি সহ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের উপস্থিত থাকতে আবেদন করা হয়েছিল।

সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো, প্রাক্তন কো-মেন্টর জয় বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়া পৌরসভার ৩ জন কাউন্সিলর এবং বেশ কিছু শাখা সংগঠনের নেতৃত্ব। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শহর তৃণমূলের যুব সভাপতি গৌরব সিং দলের কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “যারা দলের স্বর্গীয় কর্মীদের সম্মান দিতে পারে না, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে না। পুরোনো কর্মীরা সভায় উপস্থিত হতে পারলে, যাঁদের জন্য তাঁরা কাউন্সিলর হতে পেরেছেন, চার চাকা গাড়িতে ঘোরেন, সাদা জুতো পরেন, তাঁরা কেন উপস্থিত হতে পারবেন না? মনে রাখতে হবে, এই মানুষগুলি যদি সেদিন না তৃণমূল করতেন, তাহলে তাঁরা কাউন্সিলর হতে পারতেন না।” এরপরই দলের একাংশ নেতাকে আক্রমণ করে তিনি বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে যদি পুরুলিয়ায় জিততে হয়, সংগঠন মজবুত করতে হয়, তাহলে ভাইরাস দূরীকরণ করতে হবে। ভাইরাসগুলিকে টিকা দিতে হবে।”

Join Telegram

Join Now