এ বার কোভিড টিকা নেওয়া আরও সহজ

এ বার কোভিডরোধী টিকা নেওয়া আরও সহজ। আপনার ফোনের হোয়াটসঅ্যাপ থেকেই বুক করতে পারবেন টিকা নেওয়ার দিন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপে টিকার স্লট বুকিংয়ের পদ্ধতি।

কী ভাবে হবে টিকার বুকিং

১) নিজের মোবাইলে ৯০১৩১৫১৫১৫ নম্বরটি সেভ করুন।

২) সেই নম্বরে ‘Book Slot’ লিখে হোয়াটসঅ্যাপ করুন।

৩) এসএমএস-এ আপনার কাছে আসবে একটি ৬ সংখ্যার ওটিপি।

৪) ওটিপি দিলে আপনার কাছে টিকা নেওয়ার তারিখ, কোথায় টিকা নেবেন এবং কী টিকা নেবেন, তা বাছাইয়ের সুযোগ থাকবে।

৫) সুবিধা মতো নিজের টিকার স্লট বেছে নিলে একটা মেসেজ আসবে।

মঙ্গলবার সকালে এই নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি টুইটও করা হয়েছে।

এতদিন কো-উইন অ্যাপের মাধ্যমে টিকার জন্য স্লট বুক করা যেত। এবার সেই পদ্ধতির আরও সরলীকরণ করা হল। স্বাস্থ্য মন্ত্রক মনে করছে, এর ফলে করোনার টিকা নেওয়া হবে আরও সহজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *