আসন্ন ভোটের কথা মাথায় রেখেই এই বাজেট : শুভেন্দু অধিকারী
২ কোটির বেশি বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান,রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যে শূন্যপদ রয়েছে
বাজেট এ নেই উন্নয়নের প্যাকেজ,নেই কর্মসংস্থানের কথা। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করার পর এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুধুমাত্র আসন্ন ভোটের কথা মাথায় রেখেই এই বাজেট তৈরি করা হয়েছে বললেন শুভেন্দু।আমাদের রাজ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেমন- রাস্তা, বিমানবন্দর, সেতু, স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত কোনও ঘোষণা রাখা হয়নি বাজেটে।অর্থনৈতিক দেউলিয়া অবস্থার প্রতিফলন দেখা গিয়েছে অর্থনৈতিক দেউলিয়া অবস্থার প্রতিফলন দেখা গিয়েছে বাজেটে।
২ কোটির বেশি বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান,রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যে শূন্যপদ রয়েছে, তা কীভাবে পূর্ণ করা হবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফিরিয়ে আনা হবে কি না, ভিলেজ পুলিশ, হোমগার্ড, সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে কোনও অর্থ বরাদ্দ বা সাম্মানিক বৃদ্ধির কথাও বলা হয়নি। চা বাগান প্রোমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে, শাসক দলের ঘনিষ্ঠ শিল্পপতিদের বাণিজ্যে সুবিধা করে দেওয়া হচ্ছে বললেন শুভেন্দু। ‘এই রাজ্যের উত্তরবঙ্গ, সুন্দরবন, জঙ্গল মহল, রাঢ়বঙ্গ ও উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা রাজ্যগুলির জন্য কোনও প্যাকেজের ঘোষণা নেই।ডিএ বাড়াবেন কবে বাড়াবেন, তার কোনও তথ্য নেই।