আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ২০২২ প্রতিযোগিতায় তৃতীয় স্থান ৫০ঊর্ধ্ব গৃহবধূ |
বয়স মাত্র একটা সংখ্যা, মনের জোর থাকলেই সব সম্ভব।
তা প্রমাণ করলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মাঝের গ্রামের ৫০ বছর ঊর্ধ্ব এক গৃহবধূ।আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ২০২২ প্রতিযোগিতায় এই গৃহবধূ তৃতীয় স্থান অধিকার করেন। পরিচালনায় সদর মাস্টার অ্যাথলেটিক্স সংস্থা হুগলী, সহযোগিতায় বেঙ্গল মাস্টারস অ্যাথলেটিক্স সংস্থা হুগলী।
গত ১২ ও ১৩ ই নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চুঁচুড়া ওয়েস্টার্স এবং নর্দান গ্রাউন্ডে। এই প্রতিযোগিতায় ৩০ বছর বয়স থেকে ৮০ বছর বয়স পর্যন্ত পুরুষ এবং মহিলারা অংশগ্রহণ করতে পারেন।এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ, শ্রীলংকা দেশ সহ বিভিন্ন প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রামের মধ্যবিত্ত পরিবারের ৫০ ঊর্ধ্ব এক গৃহবধূ ইন্দিরা বিশ্বাস। গত ১৩ নভেম্বর ট্রিপিল জ্যাম প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন ইন্দিরা বিশ্বাস। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মানপত্র ও ব্রোঞ্জ পদক পান গৃহবধূ ইন্দিরা বিশ্বাস।
সরকারের পক্ষ থেকে যদি কোন রকম আর্থিক অনুদান বা সরকারি সহায়তায় কোচিং পাওয়া যায় সেই ব্যবস্থা করলে, খুব উপকৃত হব বলে জানান ইন্দিরা বিশ্বাস।এই সাফল্যে মাঝের গ্রামে বিশ্বাস পরিবার সহ এলাকার মানুষের মধ্যে খুশির হাওয়া। ব্রোঞ্জ প্রাপ্ত ইন্দিরা বিশ্বাস কি বললেন চলুন শুনেনি।