বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এখনও সময় আছে আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন।

Published on: March 20, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET –  ‘এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন  অনুরোধ জানিয়েছেন কুণাল। অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে ভোটে না দাঁড়ানোর অনুরোধ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ লিখেছেন, “শ্রী অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূল জিতবে। দু’মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম।”

কুণালের মন্তব্য প্রসঙ্গে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ”কে বলেছে? আসলে আমরা পাগলের কথার কোনও জবাব দিই না।”তমলুকে TMC র প্রার্থী দেবাংশু ভট্টাচার্য,বামফ্রন্ট প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়,বিজেপির হয়ে প্রার্থী অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় এখনও পর্যন্ত এমনটাই খবর।

Join Telegram

Join Now