তৃনমূলের প্রার্থী তালিকা সংশোধনের পরেও বর্ধমানে বিক্ষোভ থামার লক্ষণ নেই
গতকালই ঘোষিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। ইতিমধ্যেই এই তালিকা নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। যার ফলস্বরুপ তালিকা সংশোধন করতে বাধ্য হয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব কিন্তু সেই সংশোধনের পরও সেই বিক্ষোভ থামার কোন লক্ষ্মন দেখা যাচ্ছে না। বর্ধমানের প্রায় অধিকাংশ ওয়ার্ডেই এই প্রার্থী তালিকা নিয়ে ক্ষুব্ধ এলাকার তৃণমূল কর্মীরা।
আজ শহরের তিন নম্বর ওয়ার্ডে এই বিক্ষোভ রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। ওয়ার্ডের দুই গোষ্ঠী যাদের এক পক্ষের দাবি যিনি প্রার্থী হয়েছেন তিনিই যোগ্য অপর পক্ষের দাবি এই প্রার্থীকে তারা মানবে না। জাপাপ্রার্থীকে মানতে চায় না তৃণমূলের সেই গোষ্ঠীর কর্মী-সমর্থকরা আজ প্রার্থী বদল চেয়ে জিটি রোড অবরোধও করে। এমতাবস্থায় বর্ধমান থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রার্থীর সমর্থনে যারা তাদের দাবি তিন নম্বর ওয়ার্ডে প্রার্থী চায়না কুমারীই যোগ্যতম ব্যক্তি। দল যখন তাকে মনোনয়ন দিয়েছে তখন কিছু বহিরাগত দুষ্কৃতীদের সে তার বিরোধিতা করে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে অপর গোষ্ঠীর দাবি চায়না কুমারী বিধানসভা ভোটের সময় বিজেপির সঙ্গে ছিলেন তাই এই প্রার্থীকে কোনমতেই মানা সম্ভব নয়। প্রার্থী বদল না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।