হবু ডাক্তারকে সংবর্ধনা জানাতে তিন কিলোমিটার পায়ে হেঁটে ছুটে আসলেন অঞ্চল যুব সভাপতি

মালদাঃ- বাবা ফল বিক্রেতা।ছেলে হতে চলেছে ডাক্তার।হবু ডাক্তারকে সংবর্ধনা জানাতে তিন কিলোমিটার পায়ে হেঁটে ছুটে আসলেন অঞ্চল যুব সভাপতি মহম্মদ নুরে মেরাজ সিরাজি ওরফে রনি।

জানা যায় সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে ৯৫২৬ র‍্যাঙ্ক করে এমবিবিএস পড়ার সুযোগ পেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা সেখ সলেমানের ছেলে সাবির আলি।



বৃহস্পতিবার তাকে সংবর্ধনা জানাতে তিন কিলোমিটার পায়ে হেঁটে ছুটে আসলেন তুলসীহাটা অঞ্চল যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি রনি।এদিন সাবিরকে মিষ্টিমুখ করিয়ে ফুলের তোড়া,কলম ও ডায়েরি দিয়ে সংবর্ধনা জানান সে।সে যেন এলাকার একজন আদর্শবান ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে তা তিনি আশির্বাদ করেন।

জানা যায় বাবা শেখ সলেমান ফল বিক্রি করে অভাবের সংসার চালান।আর্থিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাবিরের সাফল্যে গর্বিত পরিবার সহ গোটা গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *