বর্ধমান নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইউৎ কনভেনশন
সেলফ ডেভলপমেন্ট এবং সেলফ উইল ফোর্স কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে, বর্ধমান নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইউৎ কনভেনশন।
এদিনের এই ইউৎ কনভেনশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রে সংগঠনের স্টেট ডাইরেক্টর নন্দিতা ভট্টাচার্য,ডিস্ট্রিক্ট ইউৎ অফিস্যার
উত্তরা বিশ্বাস , ডাক্তার অরিজিত ব্যানার্জি, সুজন ঠাকুর,প্রীতিলতা ব্যানার্জি সহ অন্যান্যরা।উপস্থিত ছিলেন প্রায় শতাধিক যুবক যুবতী।
এদিনের অনুষ্ঠানে নেহেরু যুব কেন্দ্রের সংগঠনের স্টেট ডাইরেক্টর। নন্দিতা ভট্টাচার্য বলেন নেহেরু যুব কেন্দ্রের পক্ষথেকে নানা ধরণের সচেতনা মূলক অনুষ্ঠান করা হয়। আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে জেলার ইউৎদের নিয়ে একটি অনুষ্ঠান করাহচ্ছে। এদিনে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ইউৎদের নানা বিষয়ে সচেতন করা।যেমন এই সময়ে আমরা কি ভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো।
ডিস্ট্রিক্ট ইউৎ অফিসার উত্তরা বিশ্বাস বলেন মোবাইলের যুগে সকলকে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে একটা টেকনোলজির মাধ্যমে একটা পরিবর্তন হতে হচ্ছে।তবে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য সময় বেরকরে সবকিছু ঠিক রাখতে হবে।এছাড়া চাইল্ড এভিউজের উপর একটা সেমিনার করা হবে।স্বামী বিবেকানন্দের জীবনির উপর একটা আলোচনা বিষয় রাখা হয়েছে।