আজানে লাউডস্পিকার ব্যবহার মৌলিক অধিকার নয়, রায় দিল ইলাহাবাদ হাইকোর্ট

মহারাষ্ট্রে উত্তেজনার আবহে এবার মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল উত্তরপ্রদেশের ইলাহাবাদ হাই কোর্ট

মহারাষ্ট্রে উত্তেজনার আবহে এবার মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল উত্তরপ্রদেশের ইলাহাবাদ হাই কোর্ট। আজানের জন্য লাউডস্পিকারের ব্যবহার সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এমনই রায় দিল দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। সম্প্রতি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বিসৌলি মহকুমার এক মসজিদ কর্তৃপক্ষ প্রশাসনের কাছে আবেদন জানিয়ে ছিল, আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের। মহকুমাশাসক অনুমতি না দেওয়ার কারণে মৌলিক অধিকারের প্রসঙ্গ তুলে হাই কোর্টে আবেদন জানানো হয়।

 

সেই আবেদন খারিজ করে দিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট। জানা গিয়েছে, ইরফান নামে এক ব্যক্তি অতিরিক্ত জেলাশাসকের আবেদন খারিজ করে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের কাছে তিনি দাবি করেন, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। লাউড স্পিকার না লাগাতে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি বলেও হাইকোর্টে দাবি করা হয়েছে আবেদনকারীর তরফে। বিচারপতি বিবেক কুমার বিড়লা এবং বিচারপতি বিকাশের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

 

একাধিকবার এই বিষয়ে সওয়াল জবাব হওয়ার পর শুক্রবার আদালত স্পষ্ট জানিয়ে দেন, মসজিদে আজানের জন্যে লাউড স্পিকারের ব্যবহার কখনই মৌলিক অধিকার নয়। গোটা দেশজুফড়ে চলা লাউড স্পিকার বিতর্কের মধ্যেই এহেন নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও অবশ্যও কোনও মন্তব্য সরকারের তরফে পাওয়া যায়নি বলেই খবর।

 

উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি সে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার বাজানোর জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করেছে। কোনও অবস্থাতেই যেন লাউডস্পিকারের শব্দ ওই সংশ্লিষ্ট ধর্মস্থানের বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *