তৃণমূল বিধায়ক নেতৃত্বে থানা ঘেরাও,ভরতপুরে বিধায়কের দাদাগিরি
পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় তৃণমূল কর্মীদের এবং এলাকা কার্যত রণক্ষেত্রের চেহেরা নেয়। ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা ভরতপুর থানা চত্বরে।
শনিবার ভরতপুর থানার পুলিশ থানার সামনের একটি জায়গা ঘিরছিলো তখনই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পুলিশকে সেই জায়গা ঘিরতে বাধা দেয় এবং ভরতপুর থানার পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় তৃণমূল ব্লক সভাপতি নজরুল ইসলামের। স্বাভাবিক ভাবে এই ঘটনায় এলাকায় উত্তেজনার পারদ রীতি মত বৃদ্ধি পায়।
ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছয় এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ।যদিও পড়ে এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির আসে এবং থানার সামনে কান্দি কাটোয়া রাজ্য সড়ক তার নেতৃত্বে দীর্ঘক্ষণ অবরোধ করে।
পড়ে ভরতপুর থানা ঘেরাও করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন করিরের নেতৃত্বে। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় তৃণমূল কর্মীদের এবং এলাকা কার্যত রণক্ষেত্রের চেহেরা নেয়। ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা ভরতপুর থানা চত্বরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তবে যখন মুখ্যমন্ত্রী নিজে বার বার শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুলিশ প্রশাসনের সঙ্গে সামঞ্জস্য রাখার নির্দেশ দিচ্ছে সংগঠনকে তখন স্বাভাবিক ভাবে এই ঘটনা সামনে আসার পর শাসক নেতৃত্বকে অস্থিরতার মধ্যে পড়তে হচ্ছে।